মাদারীপুরে অগ্নিকান্ডে বিদেশ যাওয়ার স্বপ্ন   

  এস আর শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৩ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬

বিদেশ পাঠাবে ছেলেকে তাই এনজিও থেকে আড়াই লাখ টাকা লোন করে ঘরে রাখে। বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে ৩টি ঘরসহ পুড়ে যায় সেই আড়াই লাখ টাকা। সাথে পুড়ে যায় ছেলে পাসপোর্ট ও ভিসার যাবতীয় কাগজ। নিঃস্ব এখন পরিবারটি। এমনই একটি ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে। 

খোয়াজপুর ইউনিয়নের সাফী সরদার। পেশায় একজন কৃষক। নিজের কিছু জমি চাষাবাদ করে কোন রকমে সংসার চালান তিনি। একটু সুখের আশায় ধার দেনা করে ছেলে সজিবকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নেন। চলতি মাসের ১৮ তারিখ বিমানে উঠার কথা ছিল ছেলের। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সর্বশেষ এনজিও থেকে আড়াই লাখ টাকা লোন করে নগদ টাকা বাড়িতে রাখে। বুধবার সন্ধ্যায় বিদ্যুতের সর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় বাড়িতে। ২টি বসতবাড়িসহ ৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে পুড়ে যায় আড়াই লাখ টাকা, পাসপোর্ট ও ছেলের বিদেশ যাওয়ার কাগজপত্র। সেই সাথে পুড়ে গেছে সাফী সরদারের স্বপ্ন। নিঃস্ব হয়ে এখন পোড়া ঘরের দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যেন করার নেই তার। এখন বাবা-মাসহ তারা বাঁচার আকুতি নিয়ে সরকারের সাহায্য চান সাফী সরদারের সন্তানরা। 

আগুনের লেলিহান শিখা দেখেছে প্রতিবেশীরা, দেখেছে সাফী সরদারের নিঃস্ব হওয়াকে। তাই তারাও সরকারের কাছে আবেদন করছে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া প্রতিবেশীর জন্য।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন বলেন, সকল ধরণের সাহায্যের আশ^াস দিলেন সদর উপজেলার এই শীর্ষ কর্মকর্তা।নিঃস্ব পরিবারটির পাশে সরকার দাড়াবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারসহ সকলের। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত