মাদারীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ
প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ২২:৫২ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১২
মাদারীপুর সদর উপজেলায় এ বছরের বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।উপজেলার বিভিন্ন গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এতে প্রধান অতিথি থেকে এই ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান করেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে সদর উপজেলা আচমত আলি খান অডিটোরিয়াম মিলনাতনে এই ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াইদুর রহমান খান, স্থানীয় সংসদের প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, সাবেক কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদারসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত