মাদারীপুরের ৫০০ পরিবারের ঈদ উদযাপন 

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২ মে ২০২২, ১৬:০৯ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:২২

মাদারীপুরে সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারীরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সোমবার (২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুকের চর এলাকার, চর কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজারো মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

এছাড়াও কালকিনি উপজেলার সিডিখানসহ জেলায় সুরেশ্বরীর অনুসারীদের ৪০ এলাকার প্রায় ৫০০ পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে।

সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নুরে আক্তার হোসাইন বলেন, ‘সুরেশ্বরী আমাদের পথ প্রদর্শক। প্রায় ১০০ বছর আগে থেকেই সুরেশ্বরী যে আইন জারী করেছে, আমরা চাঁদের জন্ম তারিখ ধরে আমরা রোজা থেকে ঈদ পালন করি। যার ফলে আমাদের ৩০ টি রোজাই হয়। আমরা সব সময় সুরেশ্বরীর আইনকেই অনুসরণ করি।’

ঈদের নামাজ কমিটির উপদেষ্টা ইকবাল সরদার জানান, পৃথিবীতে চাঁদ একটা। নিউ মুন উদয় হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন যখনি পৃথিবীতে নতুন চাঁদ উদয় হবে এবং বিশস্ত সূত্রে জানা যাবে তখনিই পৃথিবীতে মুসলমানদের জন্য রোজা রাখা ও ঈদ ফরজ হয়ে যায়। আর গতকাল যে দেশে ঈদ পালন করেছে তারা আগে চাঁদ দেখেছে। এজন্য ঈদ সকলের জন্য ফরজ হয়ে গেছে। তাই আমরা ঈদ পালন করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত