সার্বিক নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সেনাবাহিনীর পরিদর্শন

মাদারীপুরের ৪৩২ টি মন্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

  এসআর শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৪, ১৬:৫৫ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬

মাদারীপুরের মন্ডপে মন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাজ সাজরব। ইতমধ্যেই শেষ হয়েছে প্রতিমা নির্মান। অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও সম্পন্ন হয়েছে।  শেষ মুহূর্তে গেট নির্মান, আলোক সজ্জাসহ আনুসাঙ্গিক কাজ চলছে মন্ডপগুলোতে। এ বছরের পূজা সুষ্ঠভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তায় মন্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। 

চলতি বছর জেলার ৫ টি উপজেলার ৪শ ৩২টি মন্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় শ্রী শ্রী দূর্গা পূজা। ইতমধ্যেই মন্ডপগুলোতে প্রতিমা তৈরি সম্পন্ন করা হয়েছে। অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও শেষ হয়েছে। বাকি মন্ডপগুলো দেবি দূর্গা প্রতিমা রংয়ের কাজ করছেন প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তে গেট নির্মান, আলোক সজ্জাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা। এ বছর পূজা নিয়ে শুরুতে সনাতন ধর্মালম্বীদের মনে শংকা থাকলেও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করায় চারদিকে উৎসব বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মন্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মালম্বী সাথে মতবিনিময় করছেন। জেলা ও উপজেলা পর্যায়ে পূজারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা মতবিনিময় সভাও করেছে প্রশাসন। ফলে উৎসব বিরাজ করছে মন্দিরে মন্দিরে। চলতিবছর জেলার সর্বাধিক পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজৈর উপজেলায়।এ বছর রাজৈরে ২শ ৫১টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও শিবচরে ৪৪টি, কালকিনিতে ২৩টি, ডাসারে ৪২টি ও সদরে ৭২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ বছর মন্ডপগুলোতে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবকবৃন্দ দায়ীত্ব পালন করবেন। এছাড়াও সাদা পোষাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এবার প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামুলক করেছে প্রশাসন।

পুজারী ও ভক্ত পলাশ চন্দ্র  জানান,প্রতি বছরের ন্রায় এবারও মাদারীপুওে পুজা অনুষ্ঠিত হচ্ছে । এ বছর সেনা বাহিনীর পাশা-পাশি পুলিশ,আনসারসহ আইন শৃঙখলা রক্ষা বাহিনী তৎপর থাকবে। 

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবুল দাস বলেন,পুজা উপলক্ষ্যে কোন কোন জায়গায় পুজা পালনে দ্বিধা-দ্বন্দে থাকলেও মাদারীপুওে কোন সমস্যা নাই। ইতোমধ্যে মাদারীপুর জেলা প্রশাসন আমাদেও হিন্দু সম্প্রদায়দের নিয়ে সভা করেছেন। এবং জেলা প্রশাসক বলেছেন সার্বিকভাবে নিরাপত্তা প্রদান করবেস। আমরাও যারা পুজা উদযাপন কমিটি আছি আমরাও আমাদেও স্বেচ্ছাসেবক দিয়ে প্রতিটি মন্ডপে মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তার সহযোগিতা করবো। 

মাদারীপুরের পুলিশ সুপার  মোঃ সাইফুজ্জামান (বিপিএম) বলেন, আমরা পুজাকে কেন্দ্র কওে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এর সাথে সাথে মোবাইল টিম, সাদা পোষাকে ডিএসবি,ডিবি সার্বক্সনিক নিরাপত্তায় থাকবে যাবে পুজা উদযাপনে কোন বিঘœ নাহয়। প্রতিটি পুজা মন্ডপে সিি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের মধ্যে দিয়ে শান্তির বার্তা আসবে মানুষের প্রানে এটাই কামনা পূজারী ও সুশিল সমাজের।  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত