মাদারীপুরের শিবচরে উৎরাইল হাটে অগ্নিকান্ড: ২৫ লাখ টাকার ক্ষতি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৩:৪৪ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৪:০৪
মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল হাটে দুটি সারের গোডাউনসহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দুটি সারের গোডাউন এবং ১ টি পান, জর্দ্দা ও চাউলের দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।
মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে পাশ্বর্বতী বাসিন্দারা গোডাউনঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি করে। খবর পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই আগুনে তিনটি গোডাউনের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ আকবর আলী খানের ছেলে মিঠু খান বলেন, 'ঘরে ৮শত বস্তা সার ছিল। বেশির ভাগ পুড়ে গেছে। আর আগুন নেভানোর সময় পানিতে অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল ছিল।'
ক্ষতিগ্রস্তরা জানান, 'ঘর মালিক এমদাদ মাতুব্বরের একই সারির তিনটি ঘর গোডাউন হিসেবে ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের মঙ্গলবার (সাপ্তাহিক হাট) সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে দোকানগুলো। এছাড়া দোকানে মালামাল গুদামজাত করে রাখা হয়। রাতে কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না তারা। বিকেলে দোকানের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রেখেও যান দোকান মালিকেরা।' শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের আলী জানান, 'ক্ষতিগ্রস্তরা এখনো কেউ জানায়নি। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত