মাদারীপুরের রাজৈরের কবিরাজপুর ইউনিয়নে দুস্থদের ঈদ উপহার বিতরণ
প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১৫:১৩ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮
মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে (১৮ জুলাই) রোববার সকাল নয়টায় কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির সামনে সরকারি স্বাস্থ্য বিধি মেনে কবিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বরের ছোট ভাই সৌদি প্রবাসী সৌদি আরবস্থ বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি কামরুল হাসান জুয়েলের অর্থায়নে ও চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বরের সার্বিক সহায়তায় এই ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়।
এসময় তালিকাভুক্ত ৭০০ টি হতদরিদ্র ও অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো টিপু সুলতান মাতুব্বর।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এস্কেনদার মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হাওলাদার, সাংবাদিক এস এম জাকির হোসেন ডাবলু ,সাংবাদিক জাহিদ হাসান, জেলা ছাত্রলীগ সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নাঈম খন্দকারসহ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত