মাদারীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ১৬:৫৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৩

সবুজ শ্যামল বাংলাদেশে সুখী,সুন্দও ও সুস্থ্য প্রজন্ম গড়ার অংগীকার নিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন শুভাকাশ ইশারা সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে শুভাকাম ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এসআর শফিক স্বপন এর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপন্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও শুভাকাশ ইশারা উপদেষ্ঠা গোলাম কবির। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল আই মাদারীপুর প্রতিনিধি সাংবাদিক রাহাত হোসাইন, শুভাকাশ ইশারার সদস্য সচিব শফিকুল ইসলাম জীবন,সাবেক সহ সভাপতি কামরুজ্জামান খান কাজল, সাধারণ সম্পাদক  জুম্মান হোসেন , রফিকুল ইসলাম মাসুম,সজিব কাজী প্রমুখ।পরে কেক কেটে শুভাকাশ ইশারা সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত