মাদরীপুরে ভিক্ষুক পুনর্বাসনের উপকরণ বিতরণ

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৭ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

মাদারীপুরে বৃস্পতিবার দুপুরে মদারীপুর পৌররসভা কম্পাউন্ডে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্ম- সংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ করা হয়।
মাদারীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের উদ্যেগে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আফজাল হোসাইন এর সভাপেিত্ব মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর মাঝে ৪৮টি ছাগল,১টি সেলাই মেশিন,৬টি ওয়েট মেশিন,৬টি প্রেসার মেশিন ও ৬টি ডায়াবেটিকস মেশিন বিতরণ করা হয়।

এ সময় মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত