মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ জুন ২০২৪, ১০:৫২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৪৫

চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকা থেকে আলী আকবর ওরফে বাবুল নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি কর্ণফুলী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আসামি আলী আকবর পটিয়া উপজেলার মধ্যম হুলাইন এলাকার নুরুল হকের ছেলে। ২০১২ সালের ২৬ আগস্ট নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিল নিয়ে গ্রেপ্তার হন আলী আকবর। কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন। এরপর থেকে পলাতক ছিলেন আলী আকরব। এরই মধ্যে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে আলী আকবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, আসামি আলী আকবর দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ জুন) নগরের অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত