মাতারীপুরে ম্যাব ফরিদপুর অঞ্চলের এমসিআর ২০৩০ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১৫:৩৪ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪
মাতারীপুরে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর ফরিদপুর অঞ্চলের এমসিআর ২০৩০ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকলে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিভাগের গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ম্যাব এর ব্যবস্থাপনায় ও মাদারীপুর পৌরসভার আয়োজনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ২৩ টি পৌরসভার প্রতিনিধিদের সমন্বয়ে MCR2030 Sign up and access the dashboard বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর সেক্রেটারী জেনারেল ও মাদারীপুর পৌরসভার মেয়র মো খালিদ হোসেন ইয়াদ।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ফরিদপুর অঞ্চলের সভাপতি ও মাদারীপুর পৌরসভার সচিব খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সভাপতিত্বে মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম। কর্মশালার ট্রেনিং সেশন পরিচালনা করেন MCR2030 বাংলাদেশ এর Consultant এস এম আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ২৩ টি পৌরসভা থেকে আগত সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ।
কর্মশালায় জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল সিটিতে ২০৩০ সালের মধ্যে দূর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা পরিচালনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত