মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:৩৬ | আপডেট : ৮ মার্চ ২০২৫, ২০:১৪

মোংলার পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে যুবক নিখোঁজ হয়েছে। নিখোজ হওয়া ওই যুবকের নাম বসির শেখ। তিনি মোংলা জয়মনি এলাকার তৈয়ব শেখের ছেলে। শুক্রবার রাত ১১ টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয় ইউপি সদস্য নাজমূল হাওলাদার জানান বশির শেখ পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ ধরতে যাবার সময় শুক্রবার রাতে নৌকা থেকে হঠাৎ পড়ে যায়। তার সাথে থাকা অপর জেলে সজীব আকন নদীতে লাফিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ বসির মৃগি রোগী ছিলেন বলে জানাগেছে। আমরা খবর পেয়ে তার সন্ধানে স্থানীয়দের সাথে নিয়ে নদীতে নেমেছি। কিন্তু এখনো তার কোন সন্ধান পাইনি। বিষয়টি আমি স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। নিখোঁজ বশির চরপাটাজাল দিয়ে নদীতে মাছ ধরতেন।
কোষ্টগার্ড পশ্চিম জোনের হাড়বাড়িয়া ষ্টেশন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, নিখোঁজ বসিরের সন্ধানে আমরা কাজ করছি কিন্তু এখনো তার সন্ধান পাইনি। আমরা তার সন্ধানে আছি, আমাদের সাথে আরো ৪/৫ টি বোট তার সন্ধানে কাজ করছে।

- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত