মহিউদ্দিন খান আলমগীরসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১৬:৫৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯

জালিয়াতির মাধ্যমে ঋণের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আসামিরা হলেন - সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীর, আর সি এল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক ও দি ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক রাশেদুল হক চিশতি, সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান, ঋণ গ্রহীতা মোহাম্মদ ফারুক, মো. হিরন রহমান ও মো. ইব্রাহিম খান।

বুধবার (২৩ অক্টোবর)  দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির দুদক উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা স্বয়াবৃত্ত করে সন্দেহজনক লেনদেন করেছেন। ফলে তারা মানিলন্ডারিংয়ের মাধ্যমে সাবেক দি ফারমার্স ব্যাংকের (বর্তমানে-পদ্মা ব্যাংক লি.) ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে গোপন করেছেন। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৬৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত