মশার জ্বালা

  বিচিত্র কুমার

প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ১১:০৮ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০২

দিনের আলো নিভে যখন
সূর্য ডুবি ডুবি,
মশাগুলো ভোঁ ভোঁ করে
তখন আসে চুপিচুপি।

চড়-থাপ্পড় গায়ে মেরে
যতই বলি পালা,
দুষ্টুগুলো যায় না সরে
ভীষণ করে জ্বালা।

ওদের থেকে রেহাই পেতে
মশারি যখন টাঙাই,
পাজীগুলো কু-সুরে
ভোঁ ভোঁ গান শুনাই।

কবি পরিচিতিঃ
বিচিত্র কুমার ১৯৯১ সালের ১৫ ডিসেম্বর,বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন খিহালী পশ্চিম পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: বিপুল চন্দ্র কবিরাজ। মাতা: অদিতী রানী কবিরাজ। তিনি ২০০৮ সালে আলতাফনগর কে,এম,এ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি,২০১০ সালে সরকারি শাহ্ সুলতান কলেজ,বগুড়া থেকে এইচ এস সি এবং ২০১৪ ও ২০১৫ সালে সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে(অনার্স) ও মাস্টার্সে প্রথম শ্রেণী অর্জন করেন।

তার একক কাব্যগ্রন্থ: আমাদের দেশ (২০১৫ সালে প্রকাশিত)।

তার যৌথ কাব্যগ্রন্থ সমূহ : অমর কাব্য গাঁথা, একমুঠো আলো, শত কবির কবিতা, আঁধারে আলোর রেখা, লাঙল, রক্তাক্ত আগস্ট, কাব্যগাঁথা বিজয়, জীবনের যত কাব্য, সূর্যসিঁড়ি তৃতীয় সংকলন, কবিকোষ-২, সেতু(সিঙ্গাপুর), উদীয়মান কবি, কবিকোষ-৩, দীর্ঘশ্বাসের কাব্য ও মায়াবতী।

এছাড়াও তার লেখা দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকা,সাপ্তাহিক পত্রিকা,অনলাইন পত্রিকা,মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত