মধ্যম আয়ের থেকে নিম্ন আয়ের দেশে নামিয়ে আনল শ্রীলঙ্কা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১২:০১ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

মধ্যম আয়ের দেশ থেকে নিজেদের নিম্ন আয়ের দেশের মর্যাদায় নামিয়ে আনল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটির মন্ত্রিসভা মঙ্গলবার দেশের মর্যাদা নামিয়ে আনার অনুমোদন দেয়।

শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে রেয়াতি তহবিলের অ্যাক্সেস পেতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তিনি সাংবাদিকদের বলেন, 'শ্রীলঙ্কা ছিল বৈশ্বিক শ্রেণিবিন্যাস অনুযায়ী একটি মধ্যম আয়ের দেশ। মধ্যম আয়ের অবস্থার কারণে আমরা বিদেশ থেকে রেয়াতি ঋণ পেতে পারি না।'

বান্দুলা গুনাবর্ধনে জানান যে, অর্থনৈতিক সংকটের পরে সাধারণ মানুষের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এটি ২০২২ সালে আরও কমেছে।

মন্ত্রী জানিয়েছেন যে, বৈশ্বিক সংস্থাগুলো শ্রীলঙ্কাকে রেয়াতি ঋণ সহায়তা দেওয়ার জন্য তাদেরমর্যাদা কমানোর বিষয়ে অর্থমন্ত্রীকে সুপারিশ করেছিল।

সূত্র: রয়টার্স ও নিউজ ফার্স্ট শ্রীলঙ্কা

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত