মদ খেয়ে মাতলামি, সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১৮:১৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১
মদ খেয়ে মাতলামি ও সাধারণ মানুষকে অশ্লীল ভাষায় গালাগাল করার অপরাধে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের রেলওয়ে মালগুদাম এলাকায়। জানা গেছে, সান্তাহার পৌরসভা শহরের কলসা শাহপাড়ার বাসিন্দা লুৎফর রহমানের ছেলে রেজাউল ইসলাম রকি রবিবার রাতে মালগুদাম এলাকায় রেল লাইনের উপর মদ খেয়ে মাতলামি ও আশপাশে থাকা সাধারণ মানুষদের অশ্লীল ভাষায় গালাগালি দিতে থাকে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ রকি (৩৬) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রেজাউল ইসলাম রকি সেচ্ছাসেবক লীগ সান্তাহার পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে রকির বিরুদ্ধে মামলা এবং বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত