মতিঝিলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত এক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৫ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
রাজধানীর মতিঝিলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২জন আহত হয়েছেন। আজ রোববার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক কালাই খান (৩৫) শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামের হাতেম খানের ছেলে। এ ঘটনায় আহত ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাচালকসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন। আহত দুইজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত