মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করলে আমাদের কী: কাদের
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:২৫
বিএনপি গুম-খুনের কথা বলে পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়। তথ্য উপাত্ত ছাড়া এমন অভিযোগ এনে তারা সরকারের ওপর অপবাদ দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করেছে, তাতে আমাদের কী? দেখা করতেই পারেন।’
বিএনপি ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে তাদের ১৩ জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। জেলে বন্দি অবস্থায় কী মৃত্যু হতে পারে না? বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে।’
‘বিএনপি নেতাদের গুমের অভিযোগ করে, কিন্তু কিছু দিনের পর তাদের আবার ঘোরাফেরা করা অবস্থায় পাওয়া যায়। তাই গুম-খুনের উপাত্ত ছাড়া অন্ধকারে তীর ছোড়া ঠিক নয়, আমরা তালিকা চাই,’ যোগ করেন তিনি।
উল্টো বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা গুম খুন হয়েছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচানোর কথা বললেও বিএনপি দেশ ধ্বংস করছে, মানুষ মারছে। সব হিসাব দিতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। পুরানো সেই সুরে, কে যেন আবার ডাকে। কিন্তু এত চক্রান্তের মধ্যেও এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী কাল বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে সংরক্ষিত আসন কারা পেতে যাচ্ছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত