ভোলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১০:৫২ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭

ভোলায় একটি আবাসিক মাদরাসার পাটাতনের আঁড়া ভেঙে সামিয়া আক্তার (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই মাদরাসার আরো ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।

নিহত সামিয়া আক্তার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল ফরাজির মেয়ে এবং ওই মাদরাসার ছাত্রী।


শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মির্জি বাজার এলাকার রহিমা খাতুন মহিলা ক্যাডেট মাদরাসায় এ ঘটনায় ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার একটু আগে ওই টিনশেড মাদরাসার পাটাতনের ওপরে লাকড়ি রাখা হয়। সন্ধ্যার দিকে শিশুরা নাস্তা খাচ্ছিল। ওই সময় হঠাৎ পাটাতনের আঁড়া ভেঙে শিশুদের গায়ে লাকড়ি লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আরো ৫ শিশু আহত হয়।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। পুরো বিষয়টির তদন্ত চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত