ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দূরত্ব ছিল তা মিটে গেছে: তথ্যমন্ত্রী

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:২৮ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচন নিয়ে যে দূরত্ব ছিল তা মিটে গেছে। উৎসবমুখর নির্বাচন হবে। যারা নির্বাচন বর্জন করেছে তারা এখন গর্তে লুকিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, বিএনপি-জামায়াত এখন জনসমর্থন হারিয়ে পলাতক দলে পরিণত হয়েছে। তারা এখন আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে। বিএনপি কার্যালয়ের তালা খোলার জন্যও এখন মানুষ খুঁজে পাওয়া যায় না।

হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি এখন গুপ্তস্থান থেকে হরতাল-অবরোধের ডাক দেয়। আর গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত