ভোট দেওয়ার পর মারা গেলেন কৃষক!
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ১৮:২৭ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:২৭
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে ভোট দেয়ার কিছু পর হৃদরোগে আক্রান্ত হয়ে আনছার প্রামানিক (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত আনছার প্রামানিক সান্তাহার ইউনিয়ন উৎরাইল জাহানাবাজ আকন্দপাড়ার মৃত সজ প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১০ টায় উৎরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন আনছার প্রামানিক। সুস্থ্য অবস্থায় ভোট দেন তিনি। ভোট দেওয়া পর সেখানকার একটি দোকানে পান খায়। পান খাওয়া অবস্থায় তিনি মাথা ঘুরে পড়ে যান বলে স্থানীয়রা জানায়। তাৎক্ষনিক ভাবে তাকে তার বাড়ি পৌঁছে দেন। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর আনছার প্রামানিক বাথরুমে যায় এবং বাথরুমে পা পিছলে পরে গিয়ে হৃদরোগে আক্রান্ত হোন। পরে পরিবারের লোকজন তাকে নিয়ে নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যাওয়ায় পথে তিনি মারা যান। ওই কেন্দ্রে কর্তব্যরত সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত