ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার কালো ব্যাজ ধারন

  শাহনাজ বেগমঃ 

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১০:৫১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭

সারাদেশে বংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সম্মিলিত সিন্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর অনুমোদিত ভূমি সহকারি কর্মকর্তা  ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের জন্য মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করেছেন।

কভিড পরিস্থিতিতে সরকারের বিধিনিষেধ মেনে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জেও ভূমি কর্মকর্তারা স্ব স্ব কার্যালয়ে থেকে কালো ব্যাজ ধারন করে।

এসময় আড়িয়ল ইউনিয়ন পরিষদের ভূমি কর্মকর্তা , মুন্সিগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন জানান,ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সম্মিলিত সিন্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর অনুমোদিত ভূমি সহকারি কর্মকর্তা  ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের জন্য মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করেছেন। পাশাপাশি ভূমি উন্নয়ন বিষয়ক সরকারের শতভাগ ডিজিটালাইজেশন ও জাতিসংঘ কর্তৃক প্রাপ্ত  ভূমি মন্ত্রণালয়ের পুরস্কারের কথাও তুলে ধরেন। অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি প্রদানে জোর দাবী জানান। 
একযোগে সকল ভূমি অফিসে কর্মসূচীটি পালিত হচ্ছে। 

১৭ থেকে ২০ তারিখ টানা চার দিন ব্যাপী, তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত