ভূমিকম্পে হতাহতের ঘটনায় চীনকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭

ফাইল ছবি

চীনে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা ও শোক জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। একই সঙ্গে তিনি চীনকে এই দুর্যোগে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। 

স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পে নিহত হয়েছে ১১৮ জন, আহত হয়েছে কয়েক শ। 

চীন ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। অন্যদিকে তাইওয়ানকে নিজের অঞ্চল দাবি করে চীন। বিরোধের মধ্যেও ভূমিকম্পের জেরে চীনকে সহায়তার প্রস্তাব দিল তাইওয়ান।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত