ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মাদারীপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৭ জুন ২০২২, ১৩:৩৪ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:১৪
ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ শ্লোগানকে সামনে রেখে মোমবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পইন এর অবহিত করণ ও পরিকল্পনা সভা।
মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিম্বাস এর সঞ্চলনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ খালিকুজ্জামান হিমু, মাদারীপুর পৌরসভার প্যানেল মেয়র ২ ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর বামার টফি, মাদারীপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর ফাতেমা বেগম প্রমুখ।
আগামী ১২ থেক ১৫ জুন মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাসন বয়সী ১ হাজার ৩শ শিশুদের নিল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ২ ম শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত