ভালোবাসা জাগে-আকাশের আগে- অলিতাজ মনি

  নীপা চৌধুরী

প্রকাশ: ৬ মে ২০২৪, ১৩:১৪ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪

ভালোবাসা জাগে-আকাশের আগে

অলিতাজ মনি

ভালোবাসার মাঝেই কি হঠাৎ প্রেম জাগে
মেঘ কেমনে যায় আকাশের আগে!
শীত শীত লাগছে যে খুব চাদর সারা গায়
আমি তোমার ডানে তুমি আমার বাঁয়-
বুকের বন্ধনায়-নাড়ে জানালায় বাঁধন দায়
পাঁজা পাঁজর সম্পর্কে ঝাঁজর হতে চায়-
রাতের সারাদিনে অমার এমন হিম সন্ধ্যায়
শরীর ঘুমিয়ে থাকে নির্ঘুম দুকণিকায়!
প্রেম ভালোবেসে মানুষ-মন হয়ে ওঠে কবি
আকাশ থমকে থাকে মেঘ আঁকে ছবি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত