ভালবাসার কবিতার জন্য আকুতি

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১৪:২৭ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৬

গোলাম কবির
----------------------

ভালবাসার জন্য আমার কাঙালপনা অর্হনিশ!
কখনো প্রেমিকার, কখনো মা'র, কখনো
 স্ত্রী, পুত্র, কন্যা থেকে শুরু করে গৃহপালিত
 একটা বিড়ালের জন্য তো বটেই এমনকি
 উড়তে থাকা একটা রঙিন প্রজাপতি
 কিংবা সদ্য দেখা কোনো পাহাড়ি ঝর্ণা
 অথবা নদীর জন্য আমার ভালবাসা
 অনেকের চোখে আদিখ্যেতা দেখানো বলে
 মনে হতে পারে কিন্তু আমি এমনই!
অথচ কি আশ্চর্য! যখন কবিতা লিখতে
 শুরু করে মনে করি ওদের কাউকে নিয়ে
 কিছু লিখবো  তখন আর লিখতে পারিনা
 কেনো আমি নিজেই বুঝিনা তা।
 এক ধরণের তীব্র অতৃপ্তির জ্বালা
আমাকে কুরে কুরে খায় ঘুণপোকার মতো
 কিংবা আমার কান্না বিগলিত মোমজ্যোৎস্না
 রাতের মতো জীবন ক্ষয়ে ক্ষয়ে একসময়
 আবার নদীর মধ্যে হঠাৎ করেই জেগে ওঠা
 ধূ ধূ চরের মতো ভালবাসার প্রবল তৃষ্ণায়
 আকাশের দিয়ে চেয়ে থাকে বৃষ্টি আসবে
 বলে! অথচ খটখটে রোদেলা দিনই কেটে
 যাচ্ছে, ভালবাসার কবিতা আর লিখা হয়ে
 ওঠে না!  চোখের সামনে কেবলই ভেসে
 ওঠে অন্ধ ষাঁড়ের মতো খেটে যাওয়া
 মানুষের দিনযাপনের কষ্ট, রাতের রাণীদের
 নিয়ে সীমাহীন বাড়াবাড়ি অথচ রাজারা
 থাকে পর্দানশীন নারীর মতোই আড়ালে,
 উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া আমাদের
 সমাজের কতিপয় ব্যক্তির সম্পদের
 আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছানো এবং
 বাকিদের অবস্থা উইপোকার ঢিবির মতোই
 বিশাল শূন্যতার পাহাড়ের ধ্বস নামার
 অপেক্ষায়! কিন্তু এতোকিছু যখন মাথায়
 ঘুরতে থাকে তখন ভালবাসার কবিতা
কি আর আসে, তুমিই বলো?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত