ভারতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ১৭:০১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪
ভারতের মহারাষ্ট্রে রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।বুধবার(২ অক্টোবর) দুপুরে জেলা শহরের তেতুঁলিয়া রোড থেকে মিছিল নিয়ে তারা শেরেবাংলা মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে পথ সভা করেন।এতে জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় মকবুলার রহমান সরকারি কলেজের জুলফিকার রহমান, ফজলে রাব্বি, খুরশেদ মাহমুদ বক্তব্য দেন।বক্তব্যে তারা অবিলম্বে অভিযুক্ত পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত