ভাঙ্গায় শীতার্ত ব্যক্তিদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

  মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি :

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ০৯:৩২ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২০:২১

সারাদেশে মানুষ যখন শীতে গৃহবন্ধি ঠিক তখন গভীর রাতে কম্বল হাতে ভাঙ্গায় গরিব ও অসহায় মানুষের দ্বারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা।  

গতকাল শুক্রবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গভীর রাতে পৌরসভার বিভিন্ন এলাকা,বাসস্ট্যান্ড, ভাঙ্গা চৌরাস্তা , মালিগ্রামের  মহাসড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায়দের মধ্যে এ কম্বল বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা বলেন, এই প্রচন্ডশীতে ছিন্নমূল অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সড়কের পাশে থাকা অসহায়দেরও কম্বল দেওয়া হয়। সমাজে যারা বিত্তবান আছে, তাদের এই ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার।

কম্বল বিতরণকালে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত