ভাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার ৯১-তম জন্মবার্ষিকী পালিত

  মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ 

প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১৭:৩৪ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩

ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯১-তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) ব্যারিষ্টার সজিব আহমেদ, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা,কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি এম,এ ওয়াদুদ,উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,ডেপুটি মুক্তিযোদ্বা কমান্ডার মাহবুব হোসেন মোতালেব, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার জাকির হোসেন খসরু, ডেপুটি মুক্তিযোদ্বা কমান্ডার গোলাম মোস্তফা, ইনষ্ট্রাকটর অনিতা দত্ত, মহিলা উদ্যোক্তাসহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত