ভাঙ্গায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ১৯:৪০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৩২
ফরিদপুরের ভাঙ্গাতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ভাঙ্গা উপজেলা ,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে নানা কর্মসুচি গ্রহন করা হয়। সকাল ৮:৩০ মিনিটে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে সরকারি কেএম কলেজে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট,সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ্জালাল রাজু, জহিরুল হক ওভি, মাহমুদুল হাসান লিওন, মেহেদি হাসান, খলিলুর রহমান মুন্না, কাজি রেফায়েত উদ্দিন মুন্না, ইমরান হোসেন সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত