ভাঙ্গায় কৃষকদের মাঝে গম বীজ -সার বিতরণ  

  মোঃ মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা ( ফরিদপুর়) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১৭:১৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:১০

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে  প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে  উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন কৃষি  কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা,কর্মচারী ও এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এতে প্রনোদনা কর্মসূচীর আওতায়  বিভিন্ন ফসলের   মোট ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের মধ্যে ৪ হাজার  কৃষকের মাঝে  গম বীজ  ও সার  বিতরণ করা হয়।  এতে বিতরণের অংশ  হিসেবে জনপ্রতি  ২০ কেজী  গম বীজ, ১০ কেজী  ডিএপি এবং ১০ কেজী  এমওপি  সার  বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন গম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং  চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত