ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যালোচনা সভা
প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১৬:৫৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫
ফরিদপুরের ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার,পুলিশ সুপার আলীমুজ্জামান(বিপিএম),সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান,উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সহ অন্যান্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত