ভাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৭:০৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩
ফরিদপুরের ভাঙ্গাতে রাস্তার পাশে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর বাসস্টান্ডের পাশে অভিযান পরিচালনা করে সরকারি জমিতে অবৈধ্য দোকান ঘর ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ। অভিযানে সরকারি জমিতে অবৈধ্যভাবে গড়ে উঠা একটি দোকান ভেঙে ফেলা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ জানান, সড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন অসাধু ব্যবসায়ী। রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বারবার সতর্ক করার পরও দখলদাররা অবৈধ স্থাপনা সরাননি। তাই জনগণের বৃহৎ স্বার্থে এই উচ্ছেদ অভিযান চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত