ভাগ্যকুল নিবাসী গণেশ কর্মকার নিখোঁজ !

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ১৯:৪৫ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:২৭

ভাগ্যকুল নিবাসী গণেশ কর্মকার (৪৫), পিতা নারায়ণ কর্মকার গত ৫ জানুয়ারী ২০২২ তারিখ রাত ১:০০ টার দিকে ঢাকা মিটফোর্ডস্থ সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিখোঁজ হন৷ তিনি হার্নিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে ৩ নং ভবনের ৬ নং ওয়ার্ডে ছিলেন৷ রাতে বের হয়ে তিনি আর ফিরে আসেন নি৷ 

হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ায় পরিবার জিডিও করতে পারেননি৷ শ্বাসকষ্ট ও হৃদরোগ থাকায় ও টিবির উপসর্গ থাকায় তারও চিকিৎসা চলছিল৷ তার সাথে ছিলেন স্ত্রী ঝর্ণা রাণী কর্মকার৷ ঝর্ণা রাণী হলেন ভাগ্যকুল বাজারের কামার মণিন্দ্র কর্মকারের নাতনি ও পঞ্চানন্দ কর্মকারের কন্যা৷ গণেশ কর্মকারের আদি বাড়ি মাদারীপুরে হলেও তিনি বিয়ের পরে দীর্ঘদিন ভাগ্যকুলে কামারের কাজ করতেন৷ 

সন্ধানপ্রার্থী
ঝর্ণা রাণী কর্মকার
০১৭৮৮৫১২৯৮৫

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত