বড় বোনের বিবাহের দিনে পানিতে ডুবে ছোট বোনের মৃত্যু

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনির্ধিঃ

প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৯:৪৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের চন্ডিহারায় বড় বোনের বিবাহের বিদায়ের দিনে পানিতে ডুবে ছোট বোনের মুত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সে পানিতে পড়ে। অনেক খোঁজাখোঁজির পর বিকাল ৪টার দিকে পাশ^বর্তী টুলু মিয়ার ডোবা থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে মৃত শিশুটির নাম প্রীতি(৫)। সে উপজেলার চন্ডিহারা গ্রামের ট্রাক ড্রাইভার মোঃ সাজুর কণ্যা। শিশুটির বাবা সাজু বলেন, আজ আমার বড় মেয়ের বিবাহের বিদায়ের জন্য বাড়িতে একটি অনুষ্ঠান ছিলো। সবাই আমরা তা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সবার অগচরে সে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে ঐ ডোবাতে জাল ফেলে আমার মেয়ের লাশ উদ্ধার করি।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত