বোলিং পরীক্ষায় ফেল সাইফউদ্দিন, যাওয়া হচ্ছে না উইন্ডিজে
প্রকাশ: ২৩ জুন ২০২২, ১৩:৫০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:১৭
দীর্ঘদিন ধরে সাইফউদ্দিন ছিলেন ইনজুরিতে। জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন প্রায় বছর খানেক আগে। এবার ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ফেরার কথা ছিল তার। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি।
তবে ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না এই পেসারের। ইনজুরিতে পড়া আরেক পেসার তাসকিন আহমেদের সঙ্গে কয়েক দিন আগে বোলিং পরীক্ষা নেওয়া হয়েছিল তার। যেখানে পাশ করতে পারেননি তিনি।
সাইফউদ্দিনের ফিটনেস নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমাদের কাছে মনে হয়েছে তার ওই রকম ফিটনেস নেই। আমরা টিম ম্যানেজম্যান্টকে সেটা জানিয়েছি। কী বলেছি, সেটা তো আর বলতে পারবো না। তবে আমাদের মনে হয়েছে তার ফিটনেসে ঘাটতি আছে। ’
জানা গেছে, তাসকিন আহমেদের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। যেখানে তাসকিন উতরে গেলেও পারেননি সাইফউদ্দিন। ৬ ওভার বল করতে বলা হলেও ২০ বল করেই কোমড়ে ব্যথা অনুভব করেন তিনি।
এরপর বল করলেও ধার ছিল না কোনো। পরে সেটা টিম ম্যানেজম্যান্টকে জানানো হয়, তাতেই ভাগ্য বদলে যায় সাইফউদ্দিনের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত