বেগম রোকেয়া দিবস উপলক্ষে সিরাজদিখানে ৪ নারীকে জয়িতা সংবর্ধনা
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬
মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনে মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ সময় উপজেলা পর্যায়ের ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৪ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
গত সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সিরাজদিখান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান সিরাজদিখান মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ গুল রাওশান ফিরদৌসনের সভাপতিত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদিখান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুুন নেছা , সিরাজদিখান উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কামরুন নাহার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ গুল রাওশান ফিরদৌস। অনুষ্ঠানে ক্যাটাগরিতে ৪ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সেফালী বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ফাহিমা আক্তার, চায়না রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নাজমা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অসামান্য অবদান রয়েছে। তার কারণেই আজ নারীরা শিক্ষা-দীক্ষায়, কাজ-কর্মে এগিয়ে গিয়েছে। পুরুষের পাশাপাশি সমান অধিকার পাচ্ছেন। এতে দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত