বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সনাতনী ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা 

  নজরুল ইসলাম শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৬, ২০:০০

সারা দেশের মত শ্রীনগরেও শোক প্রকাশ অব্যহত রয়েছে। এ-র ই ধারাবাহিকতায় শ্রীনগর উপজেলা বি এন পি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ- ১ আসনের বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । তিনি বলেন, বেগম খালেদা জিয়া জাতি,  ধর্ম, নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের জন্য নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করে গেলেন । তাই তার এ আদর্শে উজ্জীবীত হয়েই যেন আবর্তিত হয় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড । 

আর বক্তব্য রাখেন, জেলা ভক্ত সংঘের সভাপতি  বিশুদ্ধানন্দ চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, তাপস দাস। শিবু দাস,  সুশান্ত দাস,নিতাই চন্দ্র দাস, দেবেন্দ্র ঘোষ, বিপ্লব ঘোষ, স্বপন রায়, রামপ্রসাদ স্বপন, নীলকমল দাস ও রিনা দেবী সহ শত শত সনাতনী হিন্দুগণের উপস্থিতি লক্ষ্য করা যায় । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত