নতুন আঙ্গিকে

বেক্সি ফেব্রিক্স এর উত্তরা শোরুম উদ্বোধন 

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫

গতকাল (৬ সেপ্টেম্বর, সোমবার) ক্রেতা সাধারনের সুবিধার কথা চিন্তা করে দেশের বৃহত্তম রিটেইল ফেব্রিক্স “বেক্সি ফেব্রিক্স" নতুন আঙ্গিকে উত্তরা শোরুম শুভ উদ্বোধন করা হয়। ২৭ বছর ধরে দেশী এই প্রতিষ্ঠানটি আস্থা ও বিশ্বাসের সঙ্গে ভোক্তা বা ক্রেতাদের চাহিদা পূরণ করে আসছে।

নিত্যনতুন ও আরামদায়ক এবং সৌখিনতাকে প্রাধান্য দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয়। যেখানে সকল বয়সের মানুষ তাদের পছন্দের রুচিশীল কাপড় কেনাকাটা করতে পারবেন। তাই ৬-৭ ই সেপ্টেম্বর পর্যন্ত বেক্সি ফেব্রিক্স যেকোন শোরুম থেকে ৩,০০০ টাকায় পন্য ক্রয় করেলেই ক্রেতারা পাচ্ছেন ৫% ছাড়ের একটি প্রিভিলেজ কার্ডের সদস্যপদ, যার ফলে বেক্সি ফেব্রিক্স এর প্রতিটি আউটলেটে বিভিন্ন সুবিধাদি ভোগ করতে পারবেন। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শোয়েব বলেন, 'এই শাখাটি নতুন আঙ্গিকে নিঃসন্দেহে ক্রেতাদের চাহিদা মেটাবে। বেক্সি ফ্যাব্রিকসের পণ্য কেনার সময় অবশ্যই নকল হতে সাবধান। সোনালি বেক্সি ফ্যাব্রিকস হলোগ্রাম যুক্ত স্টিকার দেখে কিনুন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত