বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে বিধি-নিষেধ, শপিংমল এবং গণপরিবহনও চালুর চিন্তা
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১৭:০০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬
আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে চলমান বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালুর চিন্তা করা হচ্ছে।
আর ১৫ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেল বা সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানান কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদ সামনে রেখে গণপরিবহন ও শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তা-ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত