‘বীর মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাদের সম্মান দেওয়া সকলের কর্তব্য’

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৪:২৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক না কেন সবাই প্রকৃত সম্মান পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া সকলের কর্তব্য।

সশস্ত্র বাহিনী দিবস-২০২১ উপলক্ষে রবিবার সকালে মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া সবার কর্তব্য এমন জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন। ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে নিয়ে আসা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত