বিশ্ব পানি দিবস উপলক্ষে ভাঙ্গায় আলোচনা সভা

  মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা,(ফরিদপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ১১:২০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

 “ভূগর্ভস্থ পানি অফুরন্ত দান নয় অধিক উত্তোলনের ঝুঁকি রয় , স্তর নামলে নিশ্চিত বিপর্যয় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের  ভাঙ্গায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৪ এপ্রিল) সকালে উপজেলার প্রধান ফটকের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আসলাম , কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু, চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ, আলগী ইউপি চেয়ারম্যান ম.ম.সিদ্দিক, সহসকল সরকারি কর্মকর্তাবৃন্দ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত