বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৬ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩২
বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২২ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও লিফলেট,পোষ্টার বিতরন অনুষ্ঠিত হয়েছে।কুষ্ট রোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ব আমরা সবাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সি এস এস এর আয়োজনে বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সি,এস,এস এর প্রাজেক্ট অফিসার মো: খালেকুজ্জামান এর স ালনায় দিনের তাৎপর্য তুলে ধরে হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,সি,এস,এস এর পরিচালক (স্বাস্থ্য) মো: সাজ্জাদুর রহিম পান্থ।উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,সদর হাসপাতালের মেডিসিনের জুনি: কলসানটেন্ড ডা: এর সাইদ আহম্মেদ,চর্ম ও যৌন এর কলসানটেন্ড ডা:আবুল বাসার মো: সাদী,শিশু বিষয়ক কলসানটেন্ড ডা: খান শিহান মাহমুদ,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব প্রমুখ।সভায় বক্তাগন ২০৩০ সালের মধ্যে বাগেরহাট তথা বাংলাদেশ থেকে কুষ্ঠ রোগ দুরীকরনের অঙ্গিকার করেন।বর্তমানে বাগেরহাটে ২৭জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন।উক্ত আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসকগন, সিনি: ষ্টাফ নার্স ,এস,এ, সি,এম ও কুষ্ট রোগীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত