বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্নপূরণের : বিজয়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩, ১৩:০২ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮

ফাইল ছবি

শ্রীলঙ্কা ম্যাচে স্মরণীয় জয়ের নায়ক সাকিব আল হাসান। ৮২ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। দুর্ভাগ্য বিশ্বসেরা অলরাউন্ডারের। বাঁ হাতের তর্জনী ভেঙে যাওয়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে টাইগার অধিনায়কের। ফলে পুণেতে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে পারবেন না তিনি। সাকিব ছিটকে যাওয়ায় বদলি হিসেবে নতুন করে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফেসবুকে অফিসিয়াল অ্যাকাউন্টে আজ (বুধবার) বিজয় লেখেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্নপূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই আঙুলে ব্যথা পান সাকিব। তার ইনজুরি নিয়ে গতকাল জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করানো হয়। সেখানে দেখা যায় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে।’

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত