বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১৫:০১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:২২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বুড়ইল, নন্দীগ্রাম, ভাটরা ইউনিয়ন ও নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। উল্লেখ্য, শুক্রবার রাতেই উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও নন্দীগ্রাম হিন্দুপাড়া বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকাল তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার ও স্বস্ব দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত