বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসি প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১২:১৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট হয়েছেন গ্রেগ বার্কলে। এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

গতকাল (শনিবার) এক বিবৃতির মধ্যমে গ্রেগ বার্কলের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার খবর জানিয়েছে আইসিসি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করতে থাকা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান তাভেঙ্গওয়া মুকুহলানি নিজের নাম প্রত্যাহার করে নিলে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন বার্কলে।

ক্রিকেট প্রশাসনে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে গ্রেগ বার্কলের। এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের পরিচালক ছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বরে প্রথমবার আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন বার্কলে।

দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান পদে দ্বিতীয়বার নির্বাচিত হতে পেরে সম্মানিত। গোটা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য গত দু’বছরে আমরা অনেক কাজ করেছি। আগামি দিনেও তা চালিয়ে যাব।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত