বিষয়টি জানাজানি হলে একে অপরের উপর দায় চাপাচ্ছেন
বিদেশে অবস্থান করেও সরকারী বেতন নিচ্ছন শিক্ষক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১৯:৫২ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:০১
মাদারীপুরের শিবচরে বিদেশে অবস্থান করেও সরকারী বেতন নিচ্ছন বিদ্যালয়েের শিক্ষক। বিষয়টি জানাজানি হলে একে অপরের উপর দায় চাপাচ্ছেন।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার স্পেনে থেকেও সরকারী বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে, ওই শিক্ষক গত এপ্রিল মাস থেকে স্কুলে আসেন না। তবে মাসে মাসে তুলে নেন বেতন। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার গত ২৮ মার্চ স্কুল থেকে দুই দিনের ছুটি নেন। এরপর থেকে আর স্কুলে আসেননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তিনি প্রতি মাসে বেতন ভাতা তুলে নিচ্ছেন।
সোনিয়াদের বাড়ি গিয়ে সোনিয়ার বিষয়ে জানতে চাইলে সোনিয়ার বাবা জাকির হোসেন জানান, তার মেয়ে ছুটি নিয়ে স্বামীর কাছে স্পেন গেছে।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম বলেন, সোনিয়া দুই দিনের ছুটি নিয়ে স্কুল থেকে গেছে। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ। স্কুল সূত্রে জানা গেছে, স্কুলটিতে বর্তমানে ৬ জন সহকারী শিক্ষক রয়েছেন তবে পদ রয়েছে ৮ জনের। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। স্থানীয়দের দাবী শিক্ষক কম থাকায় ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। তবে এ ব্যাপারে শিবচর উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি।
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আমাদের কোন শিক্ষক দেশের বাইরে থেকেও বেতন নিচ্ছে বলে আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
জানতে চাইলে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, 'বিষয়টি নিয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি জানার পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খোঁজ খবর নিতে বলা হয়েছে।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত