বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে চীন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১১:৪৮ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:২৪
কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে তিন বছরের মধ্যে প্রথমবারের মত বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে চীন।
বুধবার থেকে সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ কোভিড-১৯ এর সাম্প্রতিক একটি ঢেউ নিয়ন্ত্রণে গত মাসে জয়ী হওয়ার ঘোষণা দেয়, তারই ধারাবাহিকতায় এবার বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা বিধিনিষেধ তুলে নিল।
গত বছর চীনের অর্থনীতি প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে শ্লথ প্রবৃদ্ধির মুখোমুখি হয়েছে, এখন সীমান্ত খুলে দেওয়ায় পর্যটন খাত দেশটির ১৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে গতি আনতে সহায়তা করবে।
মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহামারীর আগে চীনের যে এলাকাগুলোতে ভিসা ছাড়াই প্রবেশ করা যেত সেগুলোতে আগের নিয়ম ফের কার্যকর হবে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ হাইনান ও সাংহাই বন্দর দিয়ে যাওয়া ক্রুজ জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।
এর পাশাপাশি হংকং ও ম্যাকাও থেকে দক্ষিণাঞ্চলীয় উৎপাদন কেন্দ্র গুয়াংডংয়ে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসা কড়াকড়ি থাকছে না।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি যারা ২০২০ এর ২৮ মার্চের আগে ভিসা পেয়েছিলেন এবং মেয়াদ এখনও আছে, তারাও চীনে প্রবেশ করতে পারবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত