'বিদায় মা, আর দেখা হবে না' বলে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাপ
প্রকাশ: ১ আগস্ট ২০২৩, ১৭:৪০ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৭
কাউনিয়ায় তিস্তা রেল সেতুর উপর থেকে ফারজানা আক্তার কাকলি নামের এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে। এসময় মেয়েটির মা তার সাথে সেতুতে দাঁড়িয়ে ছিল। ডুবে যাওয়া মেয়েটি কে ফাঁয়ার সার্ভিসের ডুঁবরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ৩ টার দিকে। তিস্তা সেতু এলাকায় গিয়ে, নিখোঁজ শিক্ষার্থীর মা ফেরদৌসী আক্তার জানায় গতকাল মেয়েটি রাগ করে বাড়িতে যায় নি। সে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ভর্তির সুযোগ না হওয়ায় সে কয়েক দিন ধরে মন খারাপ করে ছিল এবং নুর নামে এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, প্রায় তারা দেখা করতো এ বিষয়ে তাকে বারণ করা হয়। এ কারণে সে বাড়িতে যায়নি।
মঙ্গলবার সকালে সে মোবাইল করে তার সার্টিফিকেট নিয়ে তিস্তা সেতুতে তার মাকে আসতে বলে। মঙ্গলবার দুপুরে মা-মেয়ের দেখা হয় সেতুর মাথায়। তারা দু-জনে রেল সেতুর উপর দিয়ে হাটতে হাটতে তিন নম্বর গার্ডারের নিকট গিয়ে মাকে বলে মা বিদায় আর দেখা হবে না, বিদায় মা বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। পরে মায়ের চিৎকারে লোকজন ছুটে এসে ফাঁয়ার সার্ভিস স্টেশনে ও পুলিশ কে খবর দেয়। ফাঁয়ার সার্ভিসের ডুবরি দল এসে লাশ উদ্ধার কাজ পরিচালনা করছে। ফারজানা আক্তার কাকলি রংপুর লালবাগ বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত