বিক্রমপুর প্রেস ক্লাবে এসিয়া ও এসএ টিভির প্রতিষ্ঠা বাষির্কী উদযাপিত
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১২:৫১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:১৫
আজ সকালে এসএ টিভির ১০ম ও এসিয়া টিভির ৯বম প্রতিষ্ঠা বার্ষিকী শিল্পপতি সমাজসেবক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সংসদ সদস্য সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, লৌহজং উপজেলা নির্বাহি কর্মকর্তা ড: মো আউয়াল, সহকারী কমিশনার ভূমি কাওসার হামিদ, বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অলক কুমার মিত্র, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান , উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান, আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি বি, এম শোয়েব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও লৌহজং কলেজ ছাত্র সংসদের ভিপি জাকির বেপারী, লৌহজং - তেউটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, কুমারভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম দেওয়ান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদখান, সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, রেডিও বিক্রমপুরেরপ্রধান নির্বাহি আওলাদ হোসেন শিবলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, লৌহজং থানার ভারপ্রাপ্ত নবাগত পুলিশ কর্মকর্তা সহ এলাকার ও প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতায় শেখ হাসিনার সরকার বিশ্বাস করে। সাগুফতা ইয়াসমিন এমিলি এসিয়া টিভি ও এসএ টিভির সাফল্য কামনা করেন।
পরিশেষ কেক কেটে প্রধান অতিথি প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করেন। সভাপতি কামরুজ্জামান সকল সাংবাদিক ও উপস্হিত সকলকে শীতবস্ত্র জাম্পার প্রদান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত