বিক্রমপুর প্রেস ক্লাবের কমিটি গঠন

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১০:৫৫ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩

বিক্রমপুর নামটির ঐতিহ্য ধরে রাখতে ১৯৮৪ সালে স্থাপিত মুন্সীগঞ্জ জেলার প্রবীণ সাংবাদিকদের নিয়ে গঠিত হয় বিক্রমপুর প্রেসক্লাব। জেলার লৌহজং, শ্রীনগর, সিরাজদিখানের সাংবাদিকদের নিয়ে গঠিত আঞ্চলিক এই প্রেসক্লাবের নিজস্ব ভবনের সভাকক্ষে গতকাল ১লা নভেম্বর, শুক্রবার গঠন করা হয়েছে বিক্রমপুর প্রেস ক্লাবের নতুন কমিটি।

নির্বাচনী এই সভায় কালের কন্ঠের মো. মাসুম খান পুনরায় সভাপতি এবং এসএটিভি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুব নব নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এই দুই প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য উল্লেখিত পদে তারা মনোনীত হয়। 

বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খানের সভাপতিত্বে ও অতিরিক্ত সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলাদ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম,  শফিকুল ইসলাম, মো. আরিফ হোসেন, মো. রফিকুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুজিব রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত